নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে মেশিন রিডেবল পাসপোর্ট কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবিচ, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২৯ মে পাসপোর্ট দেয়ার নির্দেশনা চেয়ে রিজভীর এক রিট আবেদনের শুনানি করে মঙ্গলবার হাইকোর্ট এ আদেশ দেন।
২০১৫ সালের ১০ ডিসেম্বর রিজভীর পাসপোর্টের মেয়াদ শেষ হয়। ওইদিন তিনি নতুন পাসপোর্টের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পাসপোর্ট দেয়ার তারিখ নির্ধারণ করে কর্তৃপক্ষ। কিন্তু ৬ মাস পার হয়ে গেলেও তাকে পাসপোর্ট না দেয়ায় এবং এ ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো কারণ না দেখানোয় রিজভী আদালতের শরণাপন্ন হন।
০৭ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম