মঙ্গলবার, ০৭ জুন, ২০১৬, ০৭:১৩:১৪

জামিনে মুক্তি পেল সেই ব্যারিস্টার শাকিলা

জামিনে মুক্তি পেল সেই ব্যারিস্টার শাকিলা

নিউজ ডেস্ক : জামিনে মুক্তি পেয়েছে চট্টগ্রামের ব্যারিস্টার শাকিলা ফারজানা। চট্টগ্রামে জঙ্গি অর্থায়নের অভিযোগে প্রায় ১০ মাস কারাবন্দি থাকার পর আজ ৭ জুন (মঙ্গলবার) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে একই মামলায় জামিনে মুক্তি পেয়েছিলেন তার সহযোগী দুই জুনিয়র অ্যাডভোকেট। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহেদুল ইসলাম শাকিলাকে জামিনে মুক্তি দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

২০১৫ সালের ১৮ আগস্ট শহীদ হামজা ব্রিগেডকে অর্থ দেয়ার অভিযোগে ঢাকার ধানমণ্ডি থেকে দুই জুনিয়র আইনজীবীসহ ব্যারিস্টার শাকিলা ফারজানাকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। এরপর হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে চট্টগ্রামের বাশখালী থানায় দায়ের হওয়া আরেকটি সন্ত্রাস বিরোধী আইনে মামলায় আসামি করা হয়।

দুটি মামলায় শাকিলা ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে জবানবন্দি দেন। শাকিলা বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে।
৭ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে