সোমবার, ২০ জুন, ২০১৬, ০৯:২৫:৪৪

নতুন টাকার গন্ধে জমে উঠেছে টাকার হাট

নতুন টাকার গন্ধে জমে উঠেছে টাকার হাট

নিউজ ডেস্ক : ঈদে কি আর নতুন টাকা না হলে চলে? নতুন টাকা ঈদের আনন্দে যোগ করে নতুন মাত্র। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। তাই ঈদ সামনে রেখে রাজধানীর ফুটপাতে জমে উঠেছে নতুন টাকার হাট। এই হাটে নতুন টাকার গন্ধে ঈদের আমেজ।

রাজধানী ঢাকার ব্যাংকপাড়া মতিঝিলসহ গুলিস্তান, চকবাজার, সদরঘাটের বেশ কয়েকটি জায়গায় চলছে নতুন টাকার ব্যবসা। নতুন টাকার পাশাপাশি পুরনো ছেঁড়া টাকা কেনাবেচা হচ্ছে সেখানে।

২ টাকার ১০০টি নতুন নোট নিতে আপনাকে গুণতে হবে অতিরিক্ত ৫০ টাকা। ৫ টাকার ১০০টি নতুন নোট নিতে ৮০ টাকা,  ১০টাকার ১০০টি নতুন নোট নিতে ১০০ টাকা, ২০টাকার ১০০টি নতুন নোট নিতে ৮০ টাকা, ৫০ টাকার ১০০টি নতুন নোট নিতে ১০০ টাকা, ১০০ টাকার ১০০টি নতুন নোট নিতে আপনাকে গুণতে হবে অতিরিক্ত ৭০ টাকা।

ব্যবসায়ী জানান, প্রতিদিন ২০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকা পর্যন্ত আয় হয়। তবে প্রতিযোগিতাও কম নয়। কারো আয় হাজারের বেশি আর কারো একশ' টাকাও হয় না। তবে কেউ কাস্টমার ছাড়তে রাজি নয়। কম করে ১ বা ২ টাকা লাভেও অনেক সময় টাকাবিনিময় করতে হয়।

ফুটপাতে দাঁড়িয়ে ব্যবসা করার কারণে পুলিশ টাকা-ব্যবসায়ীদের তাড়া করে। পাশাপাশি ছিনতাইকারীর ভয় তো আছেই। মাঝে মাঝে দেখা যায় ছিনতাইচক্র হাত থেকে ছিনিয়ে দৌড় দেয়।

আরেক ব্যবসায়ী বলেন, ‘আমরা যে ৫০ বা ৮০ টাকা উপরি নিই, এতে আমাদের লাভ হয় ১০ থেকে ২০ টাকা। কারণ ব্যাংক আমাদের সরাসরি টাকা দেয় না। ব্যাংকে কিছু লোক থাকে যারা লাইনে দাঁড়িয়ে টাকা উত্তোলন করে। তারপর তারা বিভিন্ন কমিশনে আমাদের কাছে বিক্রি করে।’

২ টাকার ১০০টি নোট ২৩০ টাকা দিয়ে কিনে ২৫০ টাকায় বিক্রি করতে হয় বলেও জানান সুলাইমান। তবে সব সময় দাম একরকম থাকে না। অনেক সময় লাভ ছাড়াই বিক্রি করেছেন বলে জানান তিনি।
২০ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে