সোমবার, ২০ জুন, ২০১৬, ০৯:৪৬:১২

দুপুরে কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

দুপুরে কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

নিউজ ডেস্ক : ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিং করবে সরকার। বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ এবং সর্বশেষ পরিস্থিতি বিষয়ে সোমবার দুপুরে পররাষ্ট্র সচিব শহীদুল হক তাদের ব্রিফ করবেন।

ইউরোপ, আমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর কূটনীতিকরা এ ব্রিফিংয়ে অংশ নেবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

সম্প্রতি বাংলাদেশে বসবাসকারী মিয়ানমার নাগরিকদের সঠিক সংখ্যার খোঁজে প্রথমবারের মতো রোহিঙ্গা শুমারি করছে সরকার। এ শুমারি সম্পর্কে বিস্তারিত তথ্য তাদের জানানো হবে বলে মনে করা হচ্ছে।

মিয়ানমার থেকে পালিয়ে আসা এই রোহিঙ্গা মুসলিম শরণার্থীরা দীর্ঘদিন বাংলাদেশে বসবাস করছেন। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজারে অবস্থিত দুটি ক্যাম্পে প্রায় ৩২ হাজার নিবন্ধিত রোহিঙ্গা রয়েছেন। তবে এর বাইরেও প্রায় তিন লাখের মতো রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন জেলায় রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
২০ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে