নিউজ ডেস্ক : অবশেষে ‘রাজনৈতিক চাপে’ থাকার কথা স্বীকার করলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, অনেক বেসরকারি মেডিকেল কলেজ আছে যেগুলোর প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক বা ল্যাবরেটরি সুবিধা নেই। কিন্তু যখন আমরা ব্যবস্থা নিই, তখন বিভিন্ন জায়গা থেকে আমাদের ওপর চাপ আসে।
২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত ‘মিট দ্য প্রেসে’ রবিবার সাংবাদিকদের মন্ত্রী এ কথা জানান।
মেডিকেল কলেজ পরিচালনার নীতিমালা ভঙ্গ করায় গত ১২ জুন রংপুরের নর্দান মেডিকেল কলেজ, গাজীপুরের সিটি মেডিকেল কলেজ ও আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজ সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এরপের মেডিকেল কলেজগুলোর শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে চার দিনের মাথায় ওই আদেশ প্রত্যাহার করা হয়।
নাসিম বলেন, মেডিকেল কলেজগুলো বন্ধের নির্দেশ দেওয়ার পর বিভিন্ন জায়গা থেকে তার উপর ‘চাপ’ আসতে থাকে। ওই ছাত্রদের ভবিষ্যৎ চিন্তা করে আমি আদেশটি প্রত্যাহার করেছি। কিন্তু ওই মেডিকেল কলেজগুলোতে নতুন শিক্ষার্থী নেওয়া বন্ধ রেখেছি।
বাংলাদেশের ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজের সবগুলোই পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মন্ত্রী।
বিএইচআরএফ সভাপতি তৌফিক মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএমএ সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক ইকবাল আর্সলানও ছিলেন।
২০ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম