ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে নেয়ার চক্রান্ত হচ্ছে- এমন অভিযোগ করে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লাখ লাখ বিএনপি নেতাকর্মীও স্বেচ্ছায় জেলে যেতে প্রস্তুত।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন, আমরা সবাই একসাথে রাস্তায় নামি। জেলে যেতে হলে সবাই একসাথে জেলে যাব। আমাদের মধ্যে এ ধরনের মানসিকতা তৈরি করতে হবে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারের দমন-পীড়নে দলের অনেক নেতাকর্মী ঘরে থাকতে পারেন না। ঘরে থাকতে না পারলে আপনারা রাস্তায় নামুন।
খালেদা জিয়াকে জেলে নেয়া হলে বিএনপির লাখ লাখ নেতাকর্মী স্বেচ্ছায় জেলে যাবে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আগুন নিয়ে খেলবেন না।
২০ জুন সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
দেশব্যাপী গণগ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
বিএনপির নতুন কমিটিতে নেতৃত্ব প্রত্যাশীদের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পদের পেছনে না ছুটে জনগণকে সাথে নিয়ে যাতে পথে পথে হাঁটতে পারি, সেই ধরনের মানসিকতা তৈরি করতে হবে। দল ও দেশের জন্য কাজ করতে হবে।
তিনি বলেন, পদের সন্ধান না করে পথের সন্ধানে নামুন। পদ নিয়ে কাড়াকাড়ি নয়, রাজপথে থাকার জন্য প্রতিযোগিতা করুন। তাহলে আন্দোলন সফল হবে।
গয়েশ্বর রায় বলেন, দেশে গণতন্ত্র নেই। রোজা-ঈদ-পূজা যাবে, কিন্তু আমাদের সংগ্রাম চলতে থাকবে। মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এ সংগ্রাম চলবে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশার প্রমুখ।
২০ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম