সোমবার, ২০ জুন, ২০১৬, ০৮:৩৪:৪৩

মন্ত্রিত্বের লোভে ধ্বংস হয়ে যাচ্ছে দুটি দল : বাদল

মন্ত্রিত্বের লোভে ধ্বংস হয়ে যাচ্ছে দুটি দল :  বাদল

ঢাকা : মন্ত্রিত্বের লোভে ধ্বংস হয়ে যাচ্ছে দুটি দল। সংসদে বসে ইজ্জত-আব্রু সবই বিক্রি করে দিচ্ছে। এমন মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল।

তিনি বলেন, মন্ত্রী হলে সংসদে কথা বন্ধ হয়ে যায়। বাম প্রধান নেতা এটা বোঝেন না তার অবস্থান কোথায়।  তিনি তো এখন মন্ত্রী, মন্ত্রী হয়ে কী কথা বলতে পারেন?

সোমবার জাতীয় প্রেসক্লাবে জাসদ আয়োজিত ‘বাজেট পর্যালোচনা ও প্রস্তাবনা: প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বাজেট: বাস্তবায়নের পথনির্দেশক কতটুকু শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, বিজ্ঞ মন্ত্রী আপনি গত আট বছরে আমাদের কী দিয়েছেন? গত আট বছরে নৌকার পালে হাওয়া লেগেছে।  শরতের ভাষায় নৌকা তরতর করে এগিয়ে যাচ্ছে।  

তিনি বলেন, তবে আমরা এটাও দেখতে পাচ্ছি, নৌকার পালে ছিদ্র দেখা দিয়েছে।  গত আট বছরে বাংলাদেশের মোট সম্পত্তির ৪৭ ভাগ গেছে ১০ শতাংশ মানুষের হাতে।  ১৩ ভাগ সম্পত্তি গেছে ৪০ শতাংশ নিম্নবিত্ত মানুষের কাছে।

মঈন উদ্দীন খান বাদল বলেন, মুহিত সাহেব, এ হচ্ছে আপনার উন্নয়নের চেহারা।  একবার আয়নায় দেখেন এর প্রতিফলন দেখতে পারবেন।  তখন বোধোদয় হলে বুঝতে পারবেন উন্নয়নের মাপকাঠি।

তিনি বলেন, সংসদে এখন আর রাজনীতিবিদ নেই। ৪৬ বছর রাস্তায় হেঁটে রাজনীতি করছি।  এখন সংসদে এসেছেন সোনার ছেলেরা।  বাংলাদেশের মানুষ খেল কি খেল না তা নিয়ে ‘বদার’ করেন না।  এই হলো আমাদের দেশের অবস্থা।

মঈন উদ্দীন খান বাদল বলেন, বাংলাদেশে আজ রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে।  রাজনৈতিক সমৃদ্ধি হচ্ছে না।  রাজনীতির সমৃদ্ধি না হলে বিকাশ হবে না।

দলটির সভাপতি নূরুল ইসলাম আম্বিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ এম এম আকাশ।   

উপস্থিত ছিলেন কার্যকরী সাধারণ সম্পা দক নাজমুল হাসান প্রধান, কার্যকরী সদস্য মো. খালেক প্রমুখ।
২০ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে