ঢাকা : পূর্ণমন্ত্রীর পদমর্যাদা পেলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন।
মঙ্গলবার দুপুরের পর তাদের এ পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জে সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভীকে উপমন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়েছে।
২১ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম