বুধবার, ২২ জুন, ২০১৬, ০৬:২৪:৫৮

দাবি একটাই, তাই রাস্তায় ভিকারুননিসার ছাত্রীরা

দাবি একটাই, তাই রাস্তায় ভিকারুননিসার ছাত্রীরা

ঢাকা : ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয়বর্ষের শিক্ষার্থীদের দাবি একটাই, তাই
সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তারা।

ডে শিফট চালুর প্রতিবাদে বেইলি রোড অবরোধ করে আজ বিক্ষোভ করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয়বর্ষের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, কোনো ধরনের ঘোষণা ছাড়াই হঠাৎ করে এ সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।  

কলেজ সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষ সংকটের কারণেই বিদ্যালয় পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষাপ্রতিষ্ঠানটির তিন শতাধিক শিক্ষার্থী প্রধান ক্যাম্পাসের ১ নম্বর ফটকের বিপরীতে রাস্তায় অবস্থান নেয়।  এতে ওই এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।

রমনা থানা পুলিশ জানায়, মর্নিং শিফট থেকে ডে শিফটে স্থানান্তর করার প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে প্রতিবাদ করছে।  এ কারণে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।

বুধবার ছিল কলেজের উচ্চমাধ্যমিক প্রথমবর্ষের ফল প্রকাশের দিন।  বেলা ১১টার দিকে ফল আনতে গিয়ে শিক্ষার্থীরা জানতে পারে, আগামী ১০ জুলাই থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয়বর্ষের বিজ্ঞান শাখা এবং সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত প্রথমবর্ষের সব শাখা ও দ্বিতীয় বর্ষের মানবিক ও বাণিজ্য শাখার ক্লাস হবে।

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে আসে।  বিকেল ৫টা পর্যন্ত শিফট হলে বাসায় যাব কখন আর পড়ব কখন।  অনেকের বাসায় পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে।  তাছাড়া নিরাপত্তার বিষয়টিও আছে।
২২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে