ঢাকা : বাংলাদেশ পুলিশের বহিরাগত ক্যাডেট এসআই নিয়োগ পরীক্ষা ২০১৫-এ ১ হাজার ৫১৭ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
বুধবার পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান।
তিনি বলেন, চূড়ান্তভাবে মনোনীতদের তালিকা www.police.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
চূড়ান্ত মনোনীতদের পুলিশ ভেরিফিকেশনের পর রাজশাহীর সারদায় এক বছরের মৌলিক প্রশিক্ষণ নিতে হবে।
পুলিশের উপপরিদর্শক (এসআই) নিয়োগের এ পরীক্ষায় প্রায় ২০ হাজারের কিছু বেশি পরীক্ষার্থী অংশ নেন বলে জানান কামরুল।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা জানান, ওই পরীক্ষার্থীদের তাদের মধ্যে লিখিত পরীক্ষার উত্তীর্ণ হন ৪১৮১ জন। সেখান থেকে ১৫১৭ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
২২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম