শুক্রবার, ২৪ জুন, ২০১৬, ১২:৩৮:০৫

বাসে হঠাৎ আগুন, আতঙ্কিত যাত্রীরা

বাসে হঠাৎ আগুন, আতঙ্কিত যাত্রীরা

গাজীপুর: গাজীপুরের বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে শুক্রবার সকালে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ভিআইপি পরিবহনের একটি বাস কিছু যাত্রী নিয়ে ঢাকা থেকে গাজীপুর যাচ্ছিল। বড়বাড়ি এলাকায় পৌঁছলে সকাল পৌনে ৭টার দিকে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। এ সময় বাসের চালক-সহকারীসহ যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যেতে সক্ষম হন। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে বাসের সব আসন পুড়ে গেছে।

বাসের সহকারীর বরাত দিয়ে টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, বাসের ওয়ারিং থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং পরে তা ছড়িয়ে পড়ে।
২৪ জুন, ২০১‌৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে