শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:০৪:৪৭

নতুন করে যার কাঁদে বিএনপির গুরুদায়িত্ব দিচ্ছেন খালেদা জিয়া

নতুন করে যার কাঁদে বিএনপির গুরুদায়িত্ব দিচ্ছেন খালেদা জিয়া

ঢাকা  : শারিরীক ও মানসিক কোনোভাবেই ভালো নেই বেগম খালেদা জিয়া। পুত্রশোকে মুহ্যমান সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়া নতুন করে এক পরীক্ষিত নেতার কাঁধে বিএনপির গুরুদায়িত্ব দিতে যাচ্ছেন।

২০১১ সাল থেকে বিএনপির মহাসচিবের পদটি শূণ্য রয়েছে। ভারপ্রাপ্ত মহাসচিব দিয়ে এতদিন চলেছে বিএনপি। লন্ডনে তারেক রহমানের সাথে দলের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন বেগম খালেদা জিয়া।   
 
দেশের একটি বেসরকারি টেলিভিশন এসব নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের মূল বিষয় ছিল এবার পূর্ণাঙ্গ মহাসচিবের ঘোষণা দিতে চায় বেগম খালেদা জিয়া।

দলের সিনিয়র অন্যান্য নেতারা এ বিষয়ে একমত। তবে নতুন কাউকে নয় ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই দেয়া হবে দলের এই গুরুভার।

তাকে পূর্ণাঙ্গ মহাসচিবের ঘোষণা দিয়ে ঘুরে দাঁড়ানোর ছক কষবে রাজনীতির ম্যারপ্যাঁচে হেরে যাওয়া বিএনপি। প্রসঙ্গত, ২০১১ সালের সালের ১৬ মার্চ মারা যান বিএনপির প্রাণখ্যাত মহাসচিব খন্দকার দেলওয়ার হোসেন। এর পর থেকে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করে আসেন ফখরুল।   
২৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে