বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০১:০৩:৫৫

নতুন পে-স্কেলকে ‘অবৈধ’ বললেন হান্নান শাহ

নতুন  পে-স্কেলকে ‘অবৈধ’ বললেন হান্নান শাহ

ঢাকা : মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া অষ্টম পে স্কেলকে ‘অবৈধ’ বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

মহিলা দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বুধবার সকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বর্তমান সরকার নির্বাচিত নয়। তারা অনৈতিকভাবে ক্ষমতা দখল করে আছে।’

হান্নান শাহ বলেন, ‘সারাদেশে শিক্ষকরা যে ন্যায্য দাবি করছে তার প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে। শিক্ষকদের জন্য সমান সুযোগ দিয়ে ভিন্ন বেতন স্কেল ঘোষণার দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘দ্রব্যমূল্য বাড়ায় জনগণের নাবিশ্বাস অবস্থা। জনগণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারছে না। তারপরও গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষের অবস্থা মড়ার উপরে খাঁড়ার ঘার মতো। এ সরকারের জনগণের দিকে নজর নেই। তারা নিজেদের নিয়ে ব্যস্ত আছে।’

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নূরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে