নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজের পেছনে পয়োঃনিষ্কাশন নালায় পড়ে যাওয়া শিশু জুনায়েদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দুই দফা চেষ্টায় প্রায় ১৬ ঘণ্টা পর শুক্রবার সকাল ১০টা ৫০মিনিটে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে শিশুটিকে না পেয়ে উদ্ধার অভিযান সকাল পর্যন্ত স্থগিত করা হয়। পরে শুক্রবার সকাল সাড়ে ৭টায় ফের উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি হলে স্যুয়ারেজ লাইন উপচে পড়ে। এ সময় খেলাধুলার একপর্যায়ে স্যুয়ারেজ লাইনে পড়ে যায় জুনায়েদ। সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খুঁজতে শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে উদ্ধার অভিযানে নামে।
২২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম