নিউজ ডেস্ক : আপিল করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। অর্থ পাচারের মামলায় সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করে হাই কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে দেশে ফিরেই আপিল করবেন তিনি।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির নেতারা। এসময় মামলার রায়ের বিষয়ে আইনী ব্যাখ্যা তুলে ধরেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
তিনি বলেন, আইনী বাধ্যবাধকতা অনুযায়ী দেশে ফিরে আপিল করবেন তারেক রহমান। তবে তিনি কখন দেশে ফিরবেন তার দিনক্ষণ নির্দিষ্ট করে জানাননি বিএনপির এই নেতা।
এদিকে সংবাদ সম্মেলন থেকে তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে আগামীকাল শনিবার ঢাকা মহানগরসহ সারা দেশের জেলা ও মহানগরগুলোতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করার ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আমরা মনে করি, তারেক রহমান ন্যায়বিচার পাননি। তাকে রাজনৈতিক ভাবে হেয় করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই শাস্তি দেয়া হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসূফ, সাবেক যুগ্ম মহাসচিব মো. শাহাজান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মুজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন প্রমুখ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার মুদ্রা পাচার মামলায় নিন্ম আদালতের খালাসের রায় বাতিল করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দিয়েছেন হাইকোর্ট।
২২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম