নিউজ ডেস্ক: নিরাপত্তা নিয়ে আলোচনা করতে ঢাকায় আসছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা । আগামী ৬ ও ৭ আগস্ট এই সফর হওয়ার কথা রয়েছে।
ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় ৭ জাপানি নিহতের ঘটনার পর সৃষ্ট পরিস্থিতি বিচার ও ভবিষ্যতে সহায়তা কার্যক্রম বিষয়ে বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করবেন শিনিচি।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক কর্মকর্তা বলেন, সম্প্রতি জাইকার কোনো প্রেসিডেন্টের এটিই প্রথম বাংলাদেশ সফর। বাংলাদেশে উন্নয়নের অংশ নেওয়ায় জাইকার অঙ্গীকারের একটি অংশ এ সফর।
জানা গেছে, বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন জাইকার প্রেসিডেন্ট। এসব আলোচনার মধ্যে শীর্ষে থাকবে নিরাপত্তার বিষয়। বাংলাদেশে অবস্থানরত জাইকার কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন সংগঠনটির প্রেসিডেন্ট।
গুলশান হামলার পর গত ৬ জুলাই জাইকার প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, সংগঠনের কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়কেই তাঁরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। বিশ্বজুড়ে জাইকার কর্মকাণ্ড চলা স্থানগুলোর নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা। -ইউএনবি
২২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম