শুক্রবার, ২২ জুলাই, ২০১৬, ০২:১৪:৩৮

জুমার খুতবা মনিটরিং করা হচ্ছে: খাদ্যমন্ত্রী

জুমার খুতবা মনিটরিং করা হচ্ছে: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : সারা দেশে ইসলামী ফাউন্ডেশনের (ইফা) খুতবা মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। একই সঙ্গে যারা এই খুতবা প্রত্যাখ্যান করেছে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় কামরুল এসব কথা বলেন। ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ কোরআন ও হাদিসের আলোকে কি?’ শীর্ষক এই সভার আয়োজন করে ইউনাইটেড ইসলামী পার্টি।

কামরুল ইসলাম বলেন, দেশের অনেক মসজিদের ইমামরা ইসলামী ফাউন্ডেশনের খুতবা প্রত্যাখ্যান করেছে। যারা এটি প্রত্যাখ্যান করেছে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

তিনি বলেন, আমরা সেই সকল মসজিদ মনিটরিং করছি। ইমামরা মসজিদে যা খুশি তাই বলতে পারে না। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, দয়া করে ২০ দলীয় জোট থেকে জামায়াতকে বের করে দিন। শেখ হাসিনাকে নেতা হিসেবে মানুন তার পরই কেবল মাত্র আপনাদের সঙ্গে জাতীয় ঐক্য হতে পারে।

জাতীয় ঐক্যে বিদেশি সাহায্য প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী সব দেশের সাহায্য নিবেন। সবার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবে এমন কোন দেশের নিকট থেকে সাহায্য নিবেন না যাতে করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।

সংগঠনের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
২২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে