ঢাকা : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। দেশের কিছু বিপদগামী তরুণকে মগজ ধোলাই করে সন্ত্রাসের পথে নামাচ্ছে বিএনপি-জামায়াত।
তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে তারাই জঙ্গিবাদের সৃষ্টি করেছে। সরকার পতন আন্দোলনে ব্যর্থ হয়ে এখন জঙ্গিবাদের মদদ দিয়ে। অর্থ দিয়ে তারা পুষ্ঠপোষকতা করছে।
মির্জা আজম বলেন, দেশকে তারা অস্থিতীশীল করতে চাচ্ছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে এসব ষড়যন্ত্র রুখে দিয়ে জঙ্গিমুক্ত দেশ গড়তে সক্ষম হবোই।
শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকে এক সভায় তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর প্রথমবারের মত বর্ধিতসভার আয়োজন করে।
উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, উত্তরের সাবেক সভাপতি এবিএম মাজহার আনাম, এসএম রবিউল ইসলাম সোহেল, আজিজুল হক রানা প্রমুখ।
সভা পরিচালনা করেন উত্তরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।
প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হচ্ছে তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছেন।
তিনি বলেন, এর আগে বিশ্বের ইসলামের শত্রু ইসরাইলের মোসাদের সঙ্গে গোপন বৈঠক করেছে। এরপর থেকে দেশে গুপ্তহত্যা ও জঙ্গিবাদ বেড়ে গেছে।
মির্জা আজম বলেন, দুর্নীতির অভিযোগে বিএনপি নেত্রীর বরপুত্র তারেক রহমানের সাজা হয়েছে। এখন তার মা খালেদা জিয়ারও বিচার হবে।
ছাত্রলীগের উদ্দেশ্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, আজকে সরকারে বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। এ জন্য ছাত্রলীগকে সজাগ ও সতর্ক থাকতে হবে। পাড়া-মহল্লায় ছাত্রলীগের নেতৃত্বে জঙ্গিবিরোধী কমিটি গঠন করতে হবে।
২৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম