রবিবার, ২৪ জুলাই, ২০১৬, ০৬:১২:২৭

‘আগের খুতবা বাতিল করে নতুন খুতবা তৈরির সুপারিশ’

‘আগের খুতবা বাতিল করে নতুন খুতবা তৈরির সুপারিশ’

ঢাকা : আগের খুতবা বাতিল করে নতুন খুতবা তৈরির সুপারিশ করেছে সংসদীয় কমিটি।  সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে দেশের সব মসজিদে জুমার দিনে ইসলামিক ফাউন্ডেশনের সরবরাহ করা জঙ্গিবাদবিরোধী খুতবা নিয়ে আলোচনা হয়।

এতে সদস্যরা জঙ্গিবাদ বিষয়ে ইসলাম ধর্মের মর্মবাণীসহ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতির বিষয়গুলো অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেন।

খুতবা তৈরির বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা না করে এককভাবে সিদ্ধান্ত নেয়ায় অসন্তোষ প্রকাশ করে কমিটি।

বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয়সহ স্থায়ী কমিটিকে সম্পৃক্ত করার জন্য খুতবা তৈরিতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এ বিষয়ে কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী গণমাধ্যমকে বলেন, ইসলামিক ফাউন্ডেশন কারো সঙ্গে পরামর্শ না করে খুতবা তৈরি করে, তা জুমার নামাজে পাঠ করার জন্য বলেছে। এই খুতবা নিয়ে এরই মধ্যে বিতর্ক তৈরি হয়েছে।

তিনি বলেন, কওমি মাদ্রাসা ও হেফাজতে ইসলামের শীর্ষ আলেমরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তারা জঙ্গিবাদবিরোধী খুতবা তৈরির বিষয়ে একমত , কিন্তু ইসলামিক ফাউন্ডেশন যে খুতবা সরবরাহ করেছে তা নিয়ে তাদের আপত্তি আছে।  

সেজন্য কমিটি সবার সঙ্গে পরামর্শ করে খুতবা তৈরি করতে বলেছে বলে জানান তিনি।  মন্ত্রণালয়কে পরামর্শ সভার দিনক্ষণ ঠিক করার দায়িত্ব দেয়া হয়েছে।

গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর গত ১৪ জুলাই সারাদেশের মসজিদে ইসলামিক ফাউন্ডেশন থেকে অভিন্ন খুতবা সরবরাহ করা হয়। হেফাজতে ইসলামসহ অনেকেই সরবরাহকৃত খুতবার বিষয়ে আপত্তি তুলেছে।

বৈঠকে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতিকে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণরসের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়।

বৈঠকে বিতর্কিত হজ এজেন্সিগুলোর কর্মকাণ্ডের বৈধতা ও আইনগত ভিত্তি খতিয়ে দেখা এবং অনিয়মের সঙ্গে জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি বজলুল হক হারুনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য আসলামুল হক, এ কে এম এ আউয়াল, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মকবুল হোসেন, আমির হোসেন ও দিলারা বেগম।
২৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে