রবিবার, ২৪ জুলাই, ২০১৬, ১০:৪০:১০

নর্থ সাউথের শিক্ষার্থী জবি ক্যাম্পাসে আটক

নর্থ সাউথের শিক্ষার্থী জবি ক্যাম্পাসে আটক

ঢাকা : জঙ্গি সন্দেহে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) এক ছাত্রকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। আটক শিক্ষার্থীর নাম মোহাম্মাদ রাকিব হাসান টিপু।

টিপু নর্থ সাউথের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।

আজ রোববার দুপুর ১টার দিকে টিপুকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আটক করে জবি প্রশাসন। বিকেল ৩টার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হয়।  

সূত্র জানায়, টিপু রোববার দুপুর ১২টার দিকে জবি ক্যাম্পাসে তার বান্ধবীর সঙ্গে দেখা করতে আসেন। তার পোশাক ও চলাফেরায় সন্দেহ হলে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করে প্রক্টরিয়াল বডি।  পরে তাকে কোতয়ালি থানায় সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জবি প্রক্টর ড. নূর মোহাম্মাদ বলেন, ক্যাম্পাসে বহিরাগতদের ব্যাপারে সতর্ক রয়েছে প্রশাসন।  নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রের চলাফেরা সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশে সোপর্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মরর্তা আবুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নর্থ সাউথের এক শিক্ষার্থীকে হস্তান্তর করেছে।  তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় নর্থ সাউথ ইউনিভার্সিটির বেশ ক’জন শিক্ষার্থীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।  এরই প্রেক্ষিতে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
২৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে