নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ব্যবহৃত অস্ত্রের উৎসের বিষয়ে জানা গেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। এ ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে দু’একজনের নাম পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার মিরপুরের পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান আইজিপি। এসময় র্যাবের ডিজি, সিইডি প্রধানও উপস্থিত ছিলেন।
গুলশান হামলার মাস্টারমাইন্ড হিসেবে যাদের নাম পাওয়া গেছে খুব শিগগিরই তাদের গ্রেফতারে অভিযান শুরু হবে বলেও জানান শহীদুল হক।
সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলার পর র্যাব যে নিখোঁজ তালিকা দিয়েছে পুলিশও এমন কোনো তালিকা দেবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নিখোঁজ মানেই জঙ্গি নয়। পুলিশ সকল নিখোঁজের তালিকা তৈরি করেছ। সেগুলো যাচাই-বাছাই হচ্ছে। যারা জঙ্গি শুধু তাদের তালিকা আমরা প্রকাশ করবো।
২৫ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম