সোমবার, ২৫ জুলাই, ২০১৬, ০৪:০৬:৩৩

ইডেন কলেজের ৫ ছাত্রী আটক, জিহাদি বই জব্দ

 ইডেন কলেজের ৫ ছাত্রী আটক, জিহাদি বই জব্দ

ঢাকা : ইসলামী ছাত্রী সংস্থা,  শিবির সংশ্লিষ্টতা ও জঙ্গি নেটওয়ার্কের তথ্য পেয়ে ইডেন মহিলা কলেজের হোস্টেলের কয়েকটি রুমে অভিযান চালিয়ে ৫ ছাত্রীকে আটক করেছে পুলিশ।

শনি ও রোববার দুদিনে পুলিশ ও শিক্ষক প্রতিনিধিরা যৌথভাবে অভিযান পরিচালনা করে।  এর মধ্যে শনিবার দুজন ও রোববার তিন জনসহ মোট মোট ৫ ছাত্রীকে আটক করা হয়।  

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও ইডেন কলেজ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গোয়েন্দা পুলিশের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।  অভিযানে নারী পুলিশের একটি প্রশিক্ষিত টিমকে কাজে লাগানো হয়।

অভিযান সংশ্লিষ্ট এক নারী পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, গত দুদিনে হোস্টেলের কয়েকটি রুমের তালিকা হাতে নিয়ে অভিযানে নামেন তারা। তাদের কাছে অন্তত ১৫ জনের নাম রয়েছে।  এদের মধ্যে ৫ জনের জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  আটক ছাত্রীদের কাছ থেকে ‘জিহাদি’ বই-পুস্তকও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, নারী জঙ্গিদের একটি গ্রুপ ইডেন কলেজের ছাত্রী হোস্টেলে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।  এদের সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে।  জিজ্ঞাসাবাদ শেষে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

ইডেন কলেজের অধ্যক্ষ গায়ত্রী চ্যাটার্জি গণমাধ্যমকে বলেন, পুলিশ বলছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু আটক বা গ্রেপ্তারের বিষয়ে কিছু বলেনি তারা।

তিনি জানান, শনিবার রাতে কলেজের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে কলেজ সুপারসহ কয়েকজন শিক্ষক তল্লাশি চালান।  সেখানে অনেক ‘জিহাদি’ বই পাওয়া যায়।  সেখান থেকে প্রথমে দুজনকে আটক করা হয়।  রোববার দুপুরে আবারো অভিযান চালানো হয়।  সেখান থেকে অনেক ‘জিহাদি’ বই জব্দ করা হয়।  এসময় আরো তিনজনকে আটক করে পুলিশ।
২৫ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে