সোমবার, ২৫ জুলাই, ২০১৬, ০৪:১৮:১৭

ইসলামিক ফাউন্ডেশনের খুতবা বাতিল চেয়ে লিগ্যাল নোটিস

ইসলামিক ফাউন্ডেশনের খুতবা বাতিল চেয়ে লিগ্যাল নোটিস

ঢাকা : ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারণ করে দেয়া জুমার নামাজের খুতবা বাতিল করতে সরকারের প্রতি লিগ্যাল নোটিস দিয়েছেন এক আইনজীবী।

আগামী সাতদিনের মধ্যে এ নোটিসের জবাব না দিলে ধর্ম মন্ত্রনালয়ের সচিব, ইফার ডিজি শামীম মো. আফজালের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।

সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু মুসলিম উম্মাহর পক্ষে সোমবার এ নোটিসটি পাঠান।

নোটিসে ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারণ করে দেয়া জুমার নামাজের খুতবা ধর্মীয় অনুভুতিতে আঘাতের শামিল বলে উল্লেখ করা হয়েছে।

নোটিসে উল্লেখ করেন, জুমার নামাজে মসজিদের ইমামরা যেসব খুতবা দিয়ে থাকেন সেগুলো ধর্মপ্রাণ মুসলমান গ্রহণ করে ইবাদত বন্দেগী পালন করে থাকেন।

ইমামদের খুতবা নির্দিষ্ট করে দেয়া ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় অনুভুতিতে আঘাতের শামিল।

নোটিসে কেন ইফা কর্তৃক এ নিয়ম আইনগতভাবে অবৈধ হবে না এবং কেন বাতিল করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।
২৫ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে