নিউজ ডেস্ক : মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষার দাবিতে আগামী ১ অক্টোবর বৃহস্পতিবার “ঢাকা চলো” কর্মসূচি ঘোষণা করেছে ভর্তিচ্ছুরা। সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে দুপুরে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। সেখানে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি ছিল। একই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত তারা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কর্মসূচি পালন করেন। পরে মিছিল করে তারা শাহবাগের দিকে আসার পথে পুলিশ বাধা দিলে আন্দোলনরতরা শাহবাগ থানার সামনের সড়কে বসে পড়েন।
এ সময় অনেক শিক্ষার্থীর অভিভাবকরাও ছিলেন। তারা মানববন্ধনের পাশাপাশি কালো কাপড়ে মুখ-চোখ বেঁধে বিক্ষোভ প্রদর্শন করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, একদিকে সরকার প্রশ্ন ফাঁসের অভিযোগ অস্বীকার করে চলেছে। অন্যদিকে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে ব্যক্তিদের আটক করা হচ্ছে।
সোমবার সকাল ১০টার দিকে প্রায় ২০০ শিক্ষার্থী শহীদ মিনারে জড়ো হন। পরে মিছিল নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে তারা শাহবাগে এসে পৌঁছলে পুলিশ সদস্যরা তাদের বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে বসে পড়েন। ওই সময় পুলিশ তাদের ঘিরে রাখে। দুপুরের পর তারা মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে যান। তারা প্রেসক্লাবের ভেতর প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে তারা প্রেসক্লাবের সামনে বসে পড়েন।
এর আগে রোববারও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ করেন। ওই কর্মসূচিতে ওই শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন। টানা ১০ দিনের মতো এ আন্দোলন চলছে।
গত ১৮ সেপ্টেম্বর দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার আগের রাত থেকে পরদিন সকাল পর্যন্ত ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভর্তি পরীক্ষার প্রশ্নের অনুলিপি পাওয়া যায়। সেসব প্রশ্নপত্রের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া যায় বলে অভিযোগ ওঠে।
পরীক্ষার দিন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পিএসসির সহকারী পরিচালকসহ তিনজনকে গ্রেপ্তার করে র্যাব। একই অভিযোগে গত ২২ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজের তিন চিকিৎসকসহ সাতজনকে গ্রেপ্তার করে র্যাব। এ সব অভিযোগে সারাদেশে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল চেয়ে আন্দোলন শুরু করে।
আজ ভর্তি প্রক্রিয়া শুরু
এদিকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএসে ভর্তি পরীক্ষার ফল 'কিছুতেই বাতিল করবে না' স্বাস্থ্য অধিদপ্তর। ওই ফলের ভিত্তিতেই আজ থেকে শুরু হচ্ছে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তি কার্যক্রম।
এ ব্যাপারে সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) ডা. এবিএম আবদুল হান্নান বলেন, শতভাগ সততা ও স্বচ্ছতার সঙ্গে নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করে প্রশ্ন ছাপা ও পরীক্ষা নেয়া হয়েছে। পরীক্ষা শুরুর আগ পর্যন্ত কেউ প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ তোলেননি। প্রশ্ন ফাঁসের অভিযোগ উত্থাপন ও ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট আবেদন উচ্চ আদালত খারিজ করেছে। ফলে বিষয়টি মীমাংসিত। পরীক্ষার ফল বাতিলের কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, মঙ্গলবার থেকে শুরু হয়ে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত মেডিকেল কলেজ ও ডেন্টালে ভর্তি প্রক্রিয়া চলবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মেডিকেল ও ডেন্টালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভর্তি পরীক্ষার ফল বাতিল চেয়ে করা রিট আবেদন উচ্চ আদালত খারিজ করে দেয়ার পর শিক্ষার্থীদের আর আন্দোলন কর্মসূচি পালন করা উচিত নয়। আদালতের প্রতি তাদের শ্রদ্ধাবোধ থাকা উচিত। ওই কর্মকর্তা মনে করেন, টানা কয়েকদিন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা এমনিতেই ঘরে ফিরে যাবেন। এ নিয়ে উদ্বেগের কিছু নেই।
এর আগে সোমবার সকাল ১০টার দিকে দুই শতাধিক শিক্ষার্থী শহীদ মিনারে জড়ো হন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা মুখে কালো কাপড় বেঁধে মিছিল নিয়ে শাহবাগের দিকে রওনা হন। দুপুর সাড়ে ১২টার দিকে তারা শাহবাগে এসে পৌঁছালে প্রচুর পুলিশ সদস্য তাদের বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি চলে। একপর্যায়ে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে বসে পড়েন।
২৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে