মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:১৮:৪০

হজ ট্র্যাজেডি নিয়ে যা বললেন সৌদি আলেম

হজ ট্র্যাজেডি নিয়ে যা বললেন সৌদি আলেম

ঢাকা : সৌদি আরবের বিশিষ্ট আলেম ও সৌদি রাজ পরিবারের ঘনিষ্ঠ সমর্থক বলেছেন, এবার হজের সময় মিনায় যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তা ‘আল্লাহর কাজ’ বলে রিয়াদ কোনোভাবেই নিজ দায়িত্ব এড়াতে পারে না। এর দায় অবশ্যই সৌদির।

সালমান বিন ফাহাদ বিন আবদুল্লাহ আল-ওদা নামে সৌদি আরবের এ আলেম এক ভিডিও বার্তায় একথা বলেছেন। তার ওই ভিডিও বার্তা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, বার বার যেসব ঘটনা ঘটেছে তাকে শুধুমাত্র ‘আল্লাহর পক্ষ থেকে আসা’ এবং মানুষের কিছু করার নেই বলে পার পাওয়া যাবে না।

সালমান আল-ওদা সৌদি রাজ পরিবারের ঘনিষ্ঠ সমর্থক। তিনি বলেন, ইসলাম মানুষের জীবন রক্ষার বিষয়ে অনেক বেশি গুরুত্ব দিয়েছে এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের সময় তাদের নিরাপত্তা বিধানের কথা বলা হয়েছে।

তিনি আরো বলেন, তিনি পরিপূর্ণ স্বচ্ছতার সাথে মিনার ঘটনার খবর তুলে ধরার জন্যও গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

সৌদি রাজ-দরবারের মুফতি শায়েখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আশ শায়েখ মিনা দুর্ঘটনার পর বলেছেন, এ ঘটনা ঠেকানো মানুষের পক্ষে সম্ভব নয় এবং তা এড়ানোও অসম্ভব।

সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ নায়েফের সাথে বৈঠকে এ মন্তব্য করেন তিনি। তার ওই মতের বিরুদ্ধে পাল্টা মত তুলে ধরলেন সৌদি আলেম ফাহাদ বিন আব্দুল্লাহ আল-ওদা।

আল-ওদা হচ্ছেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলার্সের একজন সদস্য এবং এ প্রতিষ্ঠানের বোর্ড অব ট্রাস্টি। আরবি ভাষার ওয়েবসাইট ‘ইসলাম টুডে’রও পরিচালক তিনি।

এছাড়া তিনি বহু টিভি টকশোতে অংশ নিয়ে থাকেন এবং পত্রিকায় বহু নিবন্ধ লিখেছেন। তিনি মুহাম্মাদ বিন সাউদ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক মানবিক বিজ্ঞানের আইন ও দর্শন বিষয়ে বিএ, এমএ এবং পিএইচ ডিগ্রি অর্জন করেছেন।
২৯সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে