ঢাকা : বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পাকিস্তান, ভারত এমন কি যুক্তরাষ্ট্রের চেয়েও ভালো। নিরাপত্তা নিয়ে এখানে উদ্বেগের কোনো কারণ নেই। বাংলাদেশের জনগণ ও ক্রিকেটভক্তরা অস্ট্রেলিয়ার ক্রিকেট টিমকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছে।
অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এসব কথা বলেছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
আমেরিকাভিত্তিক নিরাপত্তা বিষয়ক একটি গবেষক সংস্থার গ্যালপের প্রতিবেদন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তার দিক থেকে বিশ্বে বাংলাদেশ ৩০তম অবস্থানে রয়েছে এবং সেখানে যুক্তরাষ্ট্রের অবস্থান ৭৭তম স্থানে। ভারত, পাকিস্তান এমনকি যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।
২০১১ সালে আইসিসি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছে। আইসিসি ওয়ার্ল্ড কাপের নয়াভিরাম উদ্বোধন ও একটি সেমিফাইনাল ম্যাচ ঢাকা অত্যন্ত সফলভাবে করেছে।
২০১৪ সালে টি-টুয়েন্টি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। ওই আয়োজনে কোনো অঘটন ঘটেনি।
সম্প্রতি বাংলাদেশে (ঢাকা ও চট্টগ্রাম) আন্তর্জাতিক ম্যাচ বা টুর্নামেন্ট সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেছে। এসব ম্যাচে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ভারত অংশ নিয়েছে। ম্যাচগুলোতে কোনো ভীতিকর ঘটনা বা অঘটন ঘটেনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে বলা হয়, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। বিশেষ করে বিদেশি বা বিদেশি ক্রিকেট টিমের ঝুঁকির কোনো প্রশ্নই ওঠে না।
বাংলাদেশ সরকার ও এর বিভিন্ন সংস্থা সফররত যে কোনো ক্রিকেট টিমের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ জন্য তারা সতর্ক থেকে একযোগে কাজ করে।
অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের সফর বাতিল করার মতো কোনো তথ্য বাংলাদেশ সরকারের কাছে নেই।
২৯সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ