নিউজ ডেস্ক : ফেসবুকে ধর্ম নিয়ে অবমাননামূলক মন্তব্য করায় গত রাতে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কিশোরের নাম দিপু। তার বাড়ি মাগুরার শালিখা উপজেলার সিংড়া গ্রামে। সে স্থানীয় থৈয়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
পুলিশ জানায়, সোমবার ফেসবুকে দিপুর কথিত এক মন্তব্যে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। ওই মন্তব্যে ‘ইসলামের অবমাননা হয়েছে’ অভিযোগ করে সন্ধ্যার পর সিংড়া বাজার থেকে মিছিল নিয়ে দিপুর বাড়িতে হামলা করতে যায় একদল লোক। এ সময় স্থানীয় সিংড়া ফাঁড়ি ও শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ সুপার একেএম এহসানুল্লাহসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়ে দিপুকে গ্রেফতার ও শাস্তির প্রতিশ্রুতি দিলে এলাকাবাসী শান্ত হয়।
পরে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকার একটি বাড়ি থেকে দিপুকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে শালিখা থানায় তথ্য-প্রযুক্তি আইনে মামলা করা হয়।
২৯সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ