সোমবার, ০১ আগস্ট, ২০১৬, ০৮:৪০:৩৮

পুলিশের হাতে নর্থ সাউথের অনিয়মিত ৪ হাজার শিক্ষার্থীর তালিকা

পুলিশের হাতে নর্থ সাউথের অনিয়মিত ৪ হাজার শিক্ষার্থীর তালিকা

ঢাকা : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪ হাজার অনিয়মিত শিক্ষার্থীর একটি তালিকা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  সেই তালিকাটি রোববার বিকেলে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তালিকা অনুযায়ী অনিয়মিত ওইসব শিক্ষার্থীদের বর্তমান অবস্থান, অনিয়মিত থাকার কারণ এবং তারা জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, দুই বছর ধরে অনুপস্থিত ও অনিয়মিত শিক্ষার্থীদের কেউ বিদেশে চলে গেছেন, কারো স্বজন গুরুতর অসুস্থ, কেউ ব্যক্তিগত বা পারিবারিক সমস্যার কারণে পড়ালেখা ছেড়ে দিয়েছেন।

তবে পুলিশ বলছে, তালিকায় বেশ কয়েকজন সন্দেহভাজনের নামও রয়েছে, যারা জঙ্গি তৎপরতায় জড়িত।  এমন আশঙ্কা গোয়েন্দাদেরও।  

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সূত্রে জানা যায়, তালিকায় থাকা শিক্ষার্থীদের বিষয়ে ভালোভাবে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

শিক্ষার্থীদের জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি আলোচনায় আসার পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি তদন্ত দল।

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্ট, কিশোরগঞ্জের শোলাকিয়া ও ঢাকার কল্যাণপুরে অভিযানে নিহতদের অনেকেই নর্থ সাউথের শিক্ষার্থী ছিল।  বেসরকারি বিশ্ববিদ্যালয়টি এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে।
১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে