এস এম নাদিম মাহমুদ : গুলশান হামলাসহ বাংলাদেশের বেশ কয়েকটি হামলার খবর এসেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কথিত মুখপত্র ‘দাবিক’-এ।
রোববার প্রকাশিত দাবিকের ‘ব্রেক দা ক্রস’ শীর্ষক পঞ্চদশ সংখ্যায় মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো সাময়িকীটি ‘বাংলায় খিলাফতের সৈনিকদের’ হামলার খবর দিল।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যার পরপরই আইএসের নামে দায় স্বীকারের বার্তা এবং হামলাকারদের ছবি আসে ইন্টারনেটে।
এর আগেও বাংলাদেশে কয়েকটি জঙ্গি হামলার দায় স্বীকারের বার্তা একই ভাবে এসেছিল।
তবে সরকার বাংলাদেশে আইএসের তৎপরতা থাকার বিষয়টি নাকচ করে আসছে। গুলশান হামলায় শুধু দেশীয় জঙ্গি সংগঠন জেএমবি জড়িত ছিল বলে পুলিশের দাবি।
দাবিকের ৮২ পৃষ্ঠার নতুন সাময়িকীর ৪০ পৃষ্ঠায় ‘ইসলামিক স্টেট অপারেশন’ প্রচ্ছদে সারাবিশ্বে আইএসের হামলার খবর ছাপা হয়েছে।
৪১তম পাতায় ‘বেঙ্গল’ হামলার খবরে বলা হয়েছে, “১ জুলাই হলি আর্টিজান বেকারিতে পাঁচজন নির্ভিক সৈন্য হামলা চালায়, যে রেস্তোরাঁটিতে বিভিন্ন দেশের নাগরিকরা নিয়মিত আসত। এই মুজাহিদিনরা অস্ত্রের মুখে বেশ কয়েকজনকে জিম্মি করেছিল। পরবর্তীতে তারা পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে জড়ানোর আগ পর্যন্ত বেশ কিছু বিধর্মীকে হত্যা করতে সক্ষম হয় এবং তারা শাহাদত বরণ করেন।”
গুলশান হামলার দুটি ছবিও দাবিকে প্রকাশিত হয়েছে, যে ছবিগুলো হামলার পর আইএসের কথিত মুখপত্র ও বার্তা সংস্থা ‘আমাক’-এ এসেছিল।
দাবিকে বাংলাদেশে হামলার খবরের শুরুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ কে এম রেজাউল করিম হত্যার কথা বলা হয়। এছাড়া টাঙ্গাইলের নিখিল জোয়ারদার, নাটোরের বনপাড়ার সুনীল গমেজ, ঝিনাইদহের হিন্দু পুরহিত অনন্ত গোপাল গাঙ্গুলি হত্যার দায়ও স্বীকার করা হয়েছে।
গত এপ্রিলে প্রকাশিত দাবিকের চতুর্দশ সংখ্যায় বাংলাদেশে ‘খিলাফতের’ ঘোষণা দেওয়া হয়েছিল। ‘বাংলা খিলাফত’ এর ‘নেতা আবু ইব্রাহিম আল হানিফের’ সাক্ষাৎকারও ছাপা হয়েছিল ওই সংখ্যায়। সূত্র : বিডি নিউজ
০২ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস