মঙ্গলবার, ০২ আগস্ট, ২০১৬, ০৩:০১:৩৭

জঙ্গি আস্তানা সন্দেহে গুলশানের একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

জঙ্গি আস্তানা সন্দেহে গুলশানের একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। মঙ্গলবার  দুপুরে গুলশানের ১৩ নম্বর রোডের ২ নম্বর বাড়িতে অভিযানে যায় রাজউক। এসময় তারা ওই বাড়িতে বেশ কিছু সন্দেভাজন জঙ্গির উপস্থিতি লক্ষ্য করে।

পরে বিষয়টি থানায় জানালে থানা থেকে ফোর্স পাঠানো হয়। এখন বাড়িটি ঘিরে রাখা হয়েছে বলে জানান গুলশান থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন মিয়া।

তিনি জানান,  মঙ্গলবার সকালে গুলশানে রাজউকের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চলছিল। এসময় উচ্ছেদ অভিযানের কর্মীরা একটি বাসার ভেতরে বেশ কয়েকজন তরুণকে দেখতে পায়। তাদের বিষয়ে সন্দেহ দেখা দিলে পুলিশকে জানানো হয়। বর্তমানে পুলিশ ওই বাসাটি ঘিরে রেখেছে।
০২ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে