মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৩৩:৩০

‘ভর্তি পরীক্ষার সময় লাগবে অধূমপায়ী সার্টিফিকেট’

‘ভর্তি পরীক্ষার সময় লাগবে অধূমপায়ী সার্টিফিকেট’

ঢাকা : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী বছর থেকে মেডিক্যাল ভর্তি পরীক্ষার সময় অধূমপায়ী সার্টিফিকেট নেয়া হবে।  ভর্তিচ্ছু পরীক্ষার্থী যত নম্বরই পাক, ধূমপায়ী হলে ভর্তি পরীক্ষা নেয়া হবে না।  ভর্তি নেয়ার আগে তামাক না নেয়ার অঙ্গীকার করতে হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুরে বিশ্ব হার্ট দিবসের গণমুখী সেমিনারে তিনি এসব কথা বলেন।

এ সেমিনারের আয়োজন করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।

মোহাম্মদ নাসিম বলেন, জেলা পর্যায়ে ক্যান্সার নিরাময় কেন্দ্র করার চেষ্টা করছি।  ১৬ কোটি মানুষের দেশে একা চিকিৎসাসেবা দিতে পারে না সরকার। বেসরকারি হাসপাতালগুলো কম খরচে গরিব মানুষকে চিকিৎসাসেবা দিলে সবাই খুশি হবে।

মূল প্রবন্ধে অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, বিশ্বে প্রতিবছর হৃদরোগে আক্রান্ত হয়ে এক কোটি ৭৩ লাখ মানুষ মারা যায়, যার ৮০ শতাংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশের মানুষ।  বাংলাদেশে প্রায় চার কোটি প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন।  প্রায় চার লাখ মানুষ প্রতিবন্ধী হয় তামাক ব্যবহারের কারণে।  প্রতিবছর মারা যায় প্রায় এক লাখ মানুষ।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব আব্দুল আউয়াল রিজভী বলেন, দেশে ৩৫টি হার্ট ফাউন্ডেশন রয়েছে।  আঞ্চলিক হার্ট ফাউন্ডেশন করার আশা করছি।  

সেমিনারে সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মালেক।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ডা. সিরাজুল ইসলাম, মোস্তফা জামান প্রমুখ।
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে