মঙ্গলবার, ০২ আগস্ট, ২০১৬, ০৩:২৩:৪০

বিরোধ বাড়ি নিয়ে, ফাঁসাতে জঙ্গি আস্তানার অভিযোগ, পুলিশে তোলপাড়

বিরোধ বাড়ি নিয়ে, ফাঁসাতে জঙ্গি আস্তানার অভিযোগ, পুলিশে তোলপাড়

নিউজ ডেস্ক : গুলশানের একটি আলিশান বাড়ি। মালিকানা নিয়ে আছে দ্বন্দ্ব। নাম পরিচয় না জানিয়ে গুলশান থানায় কেউ অভিযোগ করেন, সেখানে জঙ্গি আস্তানা আছে। ছুটে যায় পুলিশ, চলে অভিযান। কিন্তু ফলাফল শূন্য। পুলিশ জানায়, সন্দেহজনক কিছু মেলেনি বাড়িটিতে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়ির চারপাশে উঁচু দেয়াল, বিশাল গেট, সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার। বাইরে পুলিশ। হঠাৎ করেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাড়িকে ঘিরে। তবে কিছুক্ষণ পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পুলিশ আশ্বস্ত করে, আতঙ্কের কিছু নেই। সন্দেহের কারণেই তারা বাড়িটি ঘুরে দেখে গেছেন।    

গুলশান-১ এর ১৩ নং সড়কের ২ নং বাসায় এই ঘটনা ঘটে।

গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম, তাদের কাছে অভিযোগ ছিল এই বাড়িতে সন্দেহভাজন কেউ থাকতে পারে। তবে তিনি অভিযোগকারীর পরিচয় জানাননি। -বাংলা ট্রিবিউন
০২ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে