ঢাকা : রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার পর সেখান থেকে জীবিত উদ্ধার হাসনাত করিমের বিষয়ে মুখ খুললেন আইজিপি এ কে এম শহীদুল হক। তিনি বলেছেন, পুলিশের নজরদারিতে আছেন হাসনাত।
মঙ্গলবার পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তবে হাসনাত করিম কোথায় আছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি আইজিপি। হাসনাতের পরিবারের দাবি, হাসনাত করিম পুলিশের কাছেই আছে।
এদিকে আইজিপি বলেন, গুলশান হামলার ঘটনায় হাসনাত করিম সন্দেহমুক্ত নয়। হামলার আগে এবং ঘটনার দিন তার কার্যক্রম সন্দেহজনক ছিল। যখন প্রয়োজন হবে তাকে জিজ্ঞাসবাদ করার জন্য আটক করা হবে।
উল্লেখ্য, গুলশান রেস্টুরেন্টে হামলার পর জিজ্ঞাসাবাদের জন্য হাসনাত করিমসহ বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
পরে সবাইকে ছেড়ে দিলেও এখনো হাসনাত করিম বাড়ি ফেরেননি বলে দাবি তার পরিবারের। তবে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে একাধিকবার দাবি করেছে পুলিশ।
এদিকে একই সংবাদ সম্মেলনে আইএসের কথিত বাংলাদেশ সমন্বয়ক তামিম চৌধুরী ও সাবেক সেনা সদস্য মেজর জিয়া হলি আর্টিজান রেস্টুরেন্টে ও শোলাকিয়ায় হামলার মূল পরিকল্পনাকারী বলে জানান আইজিপি।
এ সময় তাদের তথ্য দিয়ে গ্রেফতারে সহযোগিতা করলে ২০ লাখ টাকা করে পুরস্কারের ঘোষণাও দেন তিনি।
২ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম