নিউজ ডেস্ক : ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রত্যাহার ও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএতে (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) লিগ্যাল নোটিস পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।
২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ডাকযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ লিগ্যাল নোটিস পাঠিয়েছেন তিনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।
আইবিএ’র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবরে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে।
নোটিসে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ থেকে স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষায় মাত্র একবার অংশগ্রহণের সুযোগ থাকবে বলে ২০১৪ সালের ১৫ অক্টোবর সিদ্ধান্ত নেয় ঢাবি কর্তৃপক্ষ।
এ সিদ্ধান্ত কেবল ক, খ, গ, ঘ ও চ ইউনিটের জন্য প্রযোজ্য হবে। এটা বিবিএ ভর্তির জন্য প্রযোজ্য হবে না। কারণ আইবিএ একটি স্বায়ত্বশাসিত ইনস্টিটিউট।
আইবিএ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৮ সেপ্টেম্বর জাতীয় দৈনিকে প্রকাশিত বিজ্ঞপ্তি প্রত্যাহার, বাতিল বা মডিফাই করে ২০১৪-২০১৫ সেশনের পরীক্ষায় অংশগ্রহণকারীদের আবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর