বৃহস্পতিবার, ০৪ আগস্ট, ২০১৬, ০১:৪৯:৫৭

সাকা চৌধুরীর ছেলে হুম্মামকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

সাকা চৌধুরীর ছেলে হুম্মামকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

নিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বংশাল থানার সামনে থেকে গাড়ি গতিরোধ করে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তার আইনজীবী হুজ্জাতুল আল ফেসানী।

তিনি বলেছেন, ‘হুম্মাম কাদের চৌধুরীরকে তুলে নিয়ে যাওয়ার সময় তিনি ফোন করে আমাকে বিষয়টি জানিয়েছেন।’ সালাউদ্দিন কাদের চৌধুরীরও আইনজীবী ছিলেন।

এদিকে নিম্ন আদালতে নিয়মিত হাজিরা দিতে গেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হুম্মামের ব্যক্তিগত সচিব মিনহাজ উদ্দিন চৌধুরী শিবলী।

তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ট্রাইব্যুনালে হাজিরার সময় হুম্মাম কাদের ও তার মা ফারহাত কাদের চৌধুরী উপস্থিত ছিলেন। তারা নিয়মিত হাজিরা দিতেই সেখানে গিয়েছিলেন। এ সময় ডিবি পরিচয় দিয়ে আদালত প্রাঙ্গণ থেকেই তাদের তুলে নিয়ে যাওয়া হয়।’

তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি।
০৪ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে