ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ে বিভিন্ন বাসা ও মেসে জঙ্গিবিরোধী তল্লাশি অভিযান চলছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেলে এ অভিযান শুরু করে পুলিশ।
সম্প্রতি গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলা ও কল্যাণপুরে পুলিশের জঙ্গিবিরোধী অভিযানের জের ধরে গোটা রাজধানীতে সন্দেহজনক বাড়ি ও মেসে অভিযান চালানো হচ্ছে।
এরই অংশ হিসেবে বিকেলে পুলিশের তেজগাঁও বিভাগের একটি টিম এ অভিযান পরিচালনা করছে।
তেজগাঁওয়ের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, এ অভিযান চালানোর কারণ হচ্ছে, যদি কোনো অপরাধী-সন্ত্রাসী-জঙ্গি থাকে তাহলে পুলিশের হাতে ধরা পড়বে। অথবা তারা এলাকা ছেড়ে চলে যাবে।
বিকেল পাঁচটা পর্যন্ত অভিযানে কাউকে আটক করা হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সন্দেহজনক বাড়ি ও ম্যাচে অভিযান চলছিল।
৪ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম