ঢাকা : পুলিশের জঙ্গি অভিযানে রাজধানীর শেরেবাংলানগর থানাধীন শুক্রাবাদ এলাকা থেকে জঙ্গি সন্দেহে ৯ যুবককে আটক করা হয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, বিকেলে শুক্রাবাদের বিভিন্ন বাসা-বাড়ি ও মেসে অভিযান চালিয়ে সন্দেহভাজন ৯ জনকে আটক করা হয়।
তিনি জানান, এ মুহূর্তে তাদের নাম-পরিচয় বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদ শেষে তাদের জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
তবে শেরেবাংলানগর থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস জানান, কাউকে আটক করা হয়নি। নিয়মিত অভিযানের অংশ হিসেবে কলাবাগান এলাকায় পুলিশের অভিযান চলছে।
তিনি বলেন, সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য এ পর্যন্ত ৯ জনকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
৪ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম