ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ বৃহস্পতিবার রাত ৭ টা ৫৫ মিনিটে এ বৈঠক শুরু হয়।
দেশের চলমান পরিস্থিতি নিয়ে তারা বৈঠক করছেন বলে সূত্রে জানা গেছে।
খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের বিষয়ে আলোচনা করতেই এ বৈঠক।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও আবদুল্লাহ আল নোমান উপস্থিত রয়েছেন বলে জানান শায়রুল কবীর।
বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে তার স্ত্রী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য নাসরিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইকবাল সিদ্দিকী ও শফিকুল ইসলাম রয়েছেন।
জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের বিষয়ে রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন।
৪ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম