মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ১০:১২:২৪

‘এভাবে দেশ অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না’

‘এভাবে দেশ অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না’

ঢাকা : সাম্প্রদায়িক জুজুর ভয় দেখিয়ে কেউ পার পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।  তিনি বলেছেন, পশ্চিমা বিশ্বে এই জুজুর ভয় দেখিয়ে সরকার হয়তো অনেক কিছু লুফে নেবার চেষ্টা করছে।  হয়তো সাময়িকভাবে তারা লাভবান হতেও পারে।

মঈন খান বলেন, কিন্তু তারা সেটা পারবে না, জুজুর শিকার নিজেরাই হবে- তার প্রমাণ ঘটে গেছে সোমবার সন্ধ্যায়।  

মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ বৌদ্ধ ফ্রন্ট আয়োজিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, আপনারা দেখেছেন কীভাবে একজন বিদেশি নাগরিক এদেশের ক্ষয়িষ্ণু সমাজ ব্যবস্থার প্রতিফলন হিসেবে জীবন হারিয়েছেন। একজন সম্পূর্ণ নির্দোষ ব্যক্তি যিনি এদেশের নাগরিকও নন।  যিনি এদেশের কোনো ভালো-মন্দের সঙ্গে জড়িত না হয়েও ক্ষয়িষ্ণু সমাজ ব্যবস্থার শিকার হয়ে প্রাণ হারালেন।

তিনি বলেন, এভাবে যদি তারা চলতে থাকে তাহলে বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের শুধু সমাজনীতি নয়, দেশের অর্থনীতি ও রাজনীতি সমস্ত ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে।  

বিএনপি স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই, সুশাসন নেই, মানবাধিকার নেই।  এখানে চলছে শুধু  একদলীয় শাসন আর লুটপাট।  কিন্তু এভাবে দেশ অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না।

ড. মঈন খান বলেন, নিজেদের ধ্বংসপ্রায় রাজনৈতিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য, মানুষের দৃষ্টি অন্যত্র ফেরানোর জন্য সরকার কিছুদিন পরপর এক একটি ঘটনার সূত্রপাত করে।  সম্ভবত তার সূত্রপাত সোমবার সন্ধ্যায়ও একটি হয়েছে।  

তিনি বলেন, এসব ভুয়া অজুহাত দিয়ে মানুষের সত্যিকার আন্দোলনকে কখনো রুখে দেয়া যাবে না।  দেশের মানুষ জানে কোনটা সঠিক, কোনটা বেঠিক।  কোনটা ভালো, কোনটা মন্দ।  সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায় না।  

সংগঠনের আহবায়ক প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া এতে সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক গৌতম চক্রবর্তী, বৌদ্ধ ফ্রন্টের উপদেষ্টা প্রফেসর সুকোমল বড়ুয়া, সুশীল বড়ুয়া, সনদ কুমার তালুকদার, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বিজন সরকার, বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক জয়ন্ত কুমার কু-ু, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ছাত্রযুব ফ্রন্টের সভাপতি অমলেন্দু দাস অপু, বৌদ্ধ ফ্রন্টের সদস্য সচিব বিপ্লব বড়ুয়া।
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে