মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৪৯:৫৭

সরকারই দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরছে : জামায়াত

সরকারই দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরছে : জামায়াত

ঢাকা : জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার জঙ্গি তৎপরতার জিকির তুলে বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরছে। এক বিবৃতিতে তিনি আরও বলেন, বিভিন্ন দেশের নাগরিকরা আমাদের মেহমান। তাদের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব।

কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সরকার এ দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ইতোপূর্বে গুলশান এলাকায় সৌদি দূতাবাসের এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর হলেও পরবর্তীতে সেই তৎপরতা লক্ষ্য করা যায়নি। ফলে এ গুলশানেই আবার একজন ইতালীয় নাগরিক সন্ত্রাসীদের গুলিতে নিহত হলেন।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ জনগণের জানমালের হেফাজত করা। বিশেষ করে বিদেশীদের নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া।

কিন্তু সরকার গদি রক্ষার কাজে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত রেখেছেন। ফলে দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলতে কিছুই নেই। সরকার বিরোধীদলকে নিশ্চিহ্ন করে একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে চায় এবং সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। ফলে বিদেশী নাগরিকসহ সাধারণ জনগণের জানমালের কোন নিরাপত্তা নেই।

জামায়াত নেতা বলেন, সরকারের একগুঁয়েমির কারণে দেশবাসীকে চরম খেসারত দিতে হচ্ছে। বিরোধী দলগুলোকে কার্যকর কোন ভূমিকা পালন করতে না দিয়ে সরকার ইচ্ছামত অপকর্ম করে যাচ্ছে। আর এর মাশুল দিতে হচ্ছে জনগণকে। এভাবে কোন দেশ চলতে পারে না। সরকার দেশ যেভাবে পরিচালনা করছে তাতে ধ্বংস ছাড়া আর কিছ্ইু আশা করা যায় না।
২৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে