মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০১৬, ১১:০০:৪৭

নেইমার আছে অথচ কোন গোল নেই

নেইমার আছে অথচ কোন গোল নেই

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলশূন্য ড্রকে 'পরাজয়ের সমান' বলে অভিহিত করেছিলেন নেইমার। টানা দ্বিতীয় ম্যাচে আবারও গোলশূন্য ড্র- এবার ইরাকের বিপক্ষে।

অলিম্পিক ফুটবলে ব্রাজিলের অবস্থা এখন স্রেফ 'পরাজয়ে'র মধ্যে সীমাবদ্ধ নেই, দুই ড্রয়ের ধাক্কায় পা চলে গেছে খাদের কিনারে। এখন ডেনমার্কের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচই শুধু নয়, কোয়ার্টারে উঠতে তাকিয়ে থাকতে হবে ইরাক-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকেও।

নেইমারদের অলিম্পিক ভাগ্য নির্ধারিত হতে যাওয়া ওই দুটি ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায়। এরই মধ্যে দুই ম্যাচ ৪ পয়েন্ট তুলে ডেনমার্ক অনেকটা সুবিধাজনক অবস্থানে চলে গেছে। দুই ড্রয়ে দুই পয়েন্ট করে আছে ব্রাজিল ও ইরাকের, অন্য দল দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ পয়েন্ট।

শেষ ম্যাচে ইরাক যদি নিজেদের ম্যাচে জিতে যায়, তবে ব্রাজিলেরও জয়ের বিকল্প নেই। আর এক বা একাধিক গোলে ইরাক ড্র করলে ব্রাজিলকেও গোল করতেই হবে। এমন কঠিন সমীকরণে পড়ে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ব্রাজিল সমর্থকরা। ষাট হাজার ধারণক্ষমতার ব্রাসিলিয়া স্টেডিয়ামে স্বাগতিক দর্শকরা ম্যাচজুড়ে ধুয়ো দিয়েছেন সেলেকাওদের।

কোপা আমেরিকার শতবর্ষীয় আসরে না খেলিয়ে নেইমারকে অলিম্পিক দলে রাখা হয়েছে স্বর্ণের জন্য। সে নেইমারই টানা দ্বিতীয় ম্যাচে গোল করতে ব্যর্থ। তবে ইরাকের বিপক্ষে সবচেয়ে বেশি হতাশ করেছেন ক'দিন আগে ম্যানসিটিতে নাম লেখানো গ্যাব্রিয়েল জেসুস। একাধিক সুযোগ মিস করা এ স্ট্রাইকারকে যখন দ্বিতীয়ার্ধে তুলে নেওয়া হয়, তখন গ্যালারি থেকে ধুয়ো ভেসে আসে তার নামে।

ম্যাচশেষে 'ইরাক ইরাক' স্লোগান দিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক দর্শকরা। ব্রাজিল কোচ রজারিও মিকালে তাই ক্ষমা চেয়েছেন ব্রাজিলের জনগণের কাছে, 'সমর্থকদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। আমরা নিজেদের সেরা খেলা খেলতে পারিনি।

সমর্থকদের মতো আমরাও হতাশ।' ব্রাজিল না জিতলেও দ্বিতীয় ম্যাচে এসে জয় পেয়েছে প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। পর্তুগালের কাছে হেরে যাওয়া আর্জেন্টাইনরা নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে হারিয়েছে আলজেরিয়াকে।

এই গ্রুপের অন্য ম্যাচে হন্ডুরাসকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টারে উঠে গেছে পর্তুগাল। 'বি' গ্রুপ থেকে শেষ আট নিশ্চিত করেছে নাইজেরিয়াও। আর 'সি' গ্রুপের খেলায় জার্মানির সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে এশিয়ার দক্ষিণ কোরিয়া। প্রথম ম্যাচে তারা ফিজিকে হারায় ৮-০ গোলে।
০৯ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে