মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০১৬, ০১:২৫:২৭

এখনও কোন সুখবর নেই ব্রাজিলের, অন্যদিকে হতাশা কাটিয়েছে আর্জেন্টিনা

এখনও কোন সুখবর নেই ব্রাজিলের, অন্যদিকে হতাশা কাটিয়েছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: রিও-অলিম্পিক্সের গ্রুপপর্ব থেকেই বিদায়ের শঙ্কায় ব্রাজিল ফুটবল দল। গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জিততে পারলো না স্বাগতিকরা। প্রথম ম্যাচে তাদের গোলশূন্য রুখে দেয় দক্ষিণ আফ্রিকা।

আর গতকাল দ্বিতীয় ম্যাচে তাদের রুখে দিল যুদ্ধবিধ্বস্ত ‘পুচকে’ ইরাক। ১৯৭২ সালের পর এই প্রথম অলিম্পিকে নিজেদের প্রথম দুই ম্যাচে গোল করতে ব্যর্থ হলো ব্রাজিল। গ্রুপপর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার তারা খেলবে ডেনমার্কের বিপক্ষে। ওই ম্যাচ জিততে না পারলে কঠিন সমীকরণের সামনে পড়বে তাদের পরের রাউন্ডে ওঠা।

শেষ ম্যাচে ব্রাজিল হার কিংবা ড্র দেখলে আর ইরাক দক্ষিণ আফ্রিকাকে হারালে শেষ আটে ডেনমার্কের সঙ্গী হবে ইরাক। পাঁচবার ফিফা বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। তিনবার জিতেছে ফিফা কনফেডারেশন্স কাপের শিরোপা। কিন্তু এখন পর্যন্ত ফুটবলে অলিম্পিকের স্বর্ণ জিততে পারেনি তারা। গতবার ফাইনালে উঠলেও তাদের হতাশ করে মেক্সিকো।

তবে এবার নিজেদের মাটিতে অলিম্পিক বলে স্বর্ণ-খরা কাটানোর স্বপ্ন দেখছিল তারা। কিন্তু চেনা মাঠে নিজেদের দর্শকদের সামনে তারা যে খেলা দেখাচ্ছে তাতে হতাশ না হয়ে উপায় নেই। মাঠে উপস্থিত হাজার ব্রাজিলের সমর্থক এদিন নিজেদের দলের খেলোয়াড়দেরই দুয়ো দেয়। ম্যাচের শেষের দিকে সেটা বড় আকার ধারণ করে।

গত মৌসুমে স্প্যানিশ লা-লিগায় বার্সেলোনার হয়ে ২৪ গোল করেন নেইমার। ব্রাজিলের অলিম্পিক দলের অধিনায়ক তিনি। কিন্তু দুই ম্যাচে এখন পর্যন্ত গোল করতে পারেননি তিনি। উল্টো ইরাকের বিপক্ষে এদিন ম্যাচের প্রথমার্ধে গোল হজম করতে বসেছিল ব্রাজিল। প্রথমার্ধের ২১ মিনিটে ইরাকের এক খেলোয়াড়ের নেয়া দারুণ একটি শট ব্রাজিলের গোলরক্ষককে ফাঁকি দিয়েছিল।

কিন্তু বলটি ক্রসবারে লেগে ফিরে আসে। অবশ্য ব্রাজিল এদিন অনেকবার গোলের সুযোগ পায়। ইরাকের গোলমুখে তাদের খেলোয়াড়রা ২০ বার শট নেয়। এরমধ্যে ৬ বার ছিল অনটার্গেটে। কিন্তু কাঙ্ক্ষিত সেই গোল তাদের ধরা দেয়নি। দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম ম্যাচ ড্র করার পর অধিনায়ক নেইমার বলেছিলেন, ‘এই ড্র হারের সমান’।

এবার যুদ্ধ-বিধ্বস্ত ‘পুচকে’ ইরাকের কাছে হেরে তিনি কী বলবেন? ম্যাচের পর নেইমারের কোনো মন্তব্য পাওয়া গেল না। তবে কোচ রোজারিও মিচেল সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন। বলেন, ‘আজ দর্শকরা বিপুল সমর্থন নিয়ে হাজির হয়েছিল। তারা আমাদের কাছে একটা প্রত্যাশা করেছিল।কিন্তু সে প্রত্যাশা আমরা মেটাতে পারিনি। ইরাকের বিপক্ষে নিজেদের খেলাটা আমরা খেলতে পারিনি। সমর্থকদের প্রত্যাশা মিটাতে না পারায় আমি ক্ষমা চাইছি।

অন্যদিকে, হতাশা কাটিয়েছে আর্জেন্টিনা

অলিম্পিকে স্বাগতিক ব্রাজিলের হতাশার দিন কোয়ার্টার ফাইনালের আশা টিকিয়ে রাখলো প্রতিবেশী আর্জেন্টিনা। গ্রুপপর্বের প্রথম ম্যাচেই তারা ২-০ গোলে হেরে গিয়েছিল পর্তুগালের কাছে। শেষ আটের আশা বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না।

আলজেরিয়ার কাছে হারলেই বিদায় হয়ে যেত। কিন্তু সেই শঙ্কাকে পাশে ফেলে শেষ আটের সম্ভাবনা উজ্জ্বল করেছে তারা। আলজেরিয়াকে তারা হারিয়েছে ২-১ গোলে। গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা খেলবে হন্ডুরাসের বিপক্ষে। ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনা ও হন্ডুরাসের পয়েন্ট সমান-৩।

গ্রুপপর্বের দুই ম্যাচই জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শেষ আট নিশ্চিত করেছে পর্তুগাল। এই গ্রুপে শেষ ম্যাচে তারা খেলবে এখনো কোনো পয়েন্ট না পাওয়া আলজেরিয়ার বিপক্ষে। আর আর্জেন্টিনা খেলবে হন্ডুরাসের বিপক্ষে। দুই দলের জন্যই শেষ ম্যাচ বাঁচা-মরার। তাদের মধ্যেকার জয়ী দল শেষ আটে পর্তুগালের সঙ্গী হবে।আর হেরে যাওয়া দলকে বিদায় নিতে হবে।

অলিম্পিকের দু’বার স্বর্ণজয়ী দল আর্জেন্টিনা গতকাল প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ভিক্টোর কস্তা। প্রথমার্ধে দুই দলই গোল করতে ব্যর্থ হয়। তবে আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ্যাঙ্গেল মার্টিন কোরেয়া। ১০ জনের দল নিয়েই এগিয়ে যায় আর্জেন্টিনা।

তবে একটু পরই একজনের অনুপস্থিতি ভোগায় আর্জেন্টিনাকে। ৬৪ মিনিটে আলজেরিয়াকে সমতায় ফেরান সুফিয়ান বেনদেবকা। কিন্তু ৬৭ মিনিটে আলজেরিয়াও ১০ জনের দলে পরিণত হয়।এ সময় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আইউব আবদুল্লাহ। আলজেরিয়ার ১০ জনে পরিণত হওয়ার তিন মিনিট বাদে ফের আর্জেন্টিনা এগিয়ে যায়। ৭০ মিনিটে গোলটি করেন জোনাথন কালেরি।
০৯ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে