মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০১৬, ০২:০১:১৮

মাশরাফি বাহিনীকে আরো শক্তিশালী করতে চান প্রধান কোচ

মাশরাফি বাহিনীকে আরো শক্তিশালী করতে চান প্রধান কোচ

স্পোর্টস ডেস্ক: জঙ্গি হামলার প্রেক্ষিতে নিরাপত্তা ইস্যুতে জাতীয় দলের কোচদের ঢাকায় ফেরা নিয়ে ধোঁয়াশা ছিল।  তবে সেটি কাটিয়ে ঢাকায় ঠিকই ফিরেছেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ফেরার কয়েকদিন হলেও আজ মঙ্গলবার মিরপুরে কথা বলেছেন টাইগারদের এই কোচ।

নিরাপত্তা ইস্যুতে সার্বিক বিষয় অনুকূল না থাকলেও আপাতত ক্রিকেটেই মনোযোগ রাখতে চান বলে মন্তব্য করেছেন তিনি। হাথুরুসিংহে বলেছেন, ‘নিরাপত্তা অনুকূলে সেটা বলা যাবে না। এ নিয়ে আমাদের করার কিছুই নেই।

তবে আমরা এখন ক্রিকেটে মনোযোগ রাখতে পারি। ইংল্যান্ডের বিষয়ে এটাই বলতে পারি, ওদের সিকিউরিটি টিম তো আসবে। এরপরেই পরিস্থিতি পর্যবেক্ষণ করবে তারা। এর আগে আমাদের কাজ হচ্ছে প্রস্তুতি ভালোভাবে নেওয়া। দলকে আরো শক্তিশালী করতে হবে’

তাসকিন-সানির বোলিং অ্যাকশনের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন লঙ্কান এই কোচ। বলেন, ‘দুশ্চিন্তার কিছু নেই। ওরা পরীক্ষা দিয়ে ফিরে আসবে বলেই আমি বিশ্বাস করি। আর আমাদের সেভাবে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই কারণ আমাদের কাছে আরও ক্রিকেটার রয়েছে।’
০৯ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে