মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০১৬, ০৭:১৩:৪৪

৮ ম্যাচ খেলেই দলের অধিনায়ক!

৮ ম্যাচ খেলেই দলের অধিনায়ক!

স্পোর্টস ডেস্ক : দেশের হয়ে একটা নয় দুইটা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। কিন্তু ভারতের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রাখা হয় নি স্যামিকে। তার পরিবর্তে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে দেশের হয়ে মাত্র ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েট।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, স্যামির প্রতি সম্মান রেখেই পারফরম্যান্সের ভিত্তিতে স্কোয়াড নির্বাচন করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি বিশ্বকাপ জেতাতে দারুণ ভূমিকা রাখায় ড্যারেন স্যামির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নির্বাচকরা।

ব্রাথওয়েটকে অধিনায়ক বানানোর পক্ষে যুক্তি দেখিয়ে বলা হয়েছে, সে টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে প্রতিভাবানদের একজন। আমরা আশা করছি তার নেতৃত্ব তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: আন্দ্রে ফ্লেচার, আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাথওয়েট (অধিনায়ক), ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, এভিন লুইস, জেসন হোল্ডার, জনসন চার্লস, কিয়েরন পোলার্ড, লেন্ডেল সিমন্স, মারলন স্যামুয়েলস, স্যামুয়েল বদ্রি ও সুনিল নারাইন।
৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে