বুধবার, ১০ আগস্ট, ২০১৬, ০৯:২০:৪০

‘ইংলান্ডের বিপক্ষে বাংলাদেশই সেরা দল’

‘ইংলান্ডের বিপক্ষে বাংলাদেশই সেরা দল’

স্পোর্টস ডেস্ক : সব শঙ্কা দূর করে আশার আলো দেখছে বাংলাদেশ ও ইংল্যান্ডের সিরিজ। বাংলাদেশের মাটিতে হবে এই লড়াই। ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডই নয় সব দেশকেই টেক্কা দিতে পারে টাইগাররা।

এর আগে বাংলাদেশ যে পারফর্ম দেখিয়েছে সেটাই তার সাক্ষ্য বহন করছে। সিরিজটি মাঠে গড়ালে এটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিরিজ হবে বলে মনে করেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্রিকেটার, বর্তমান হাই-পারফরমেন্স দলের কোচ নুরুল আবেদিন নোবেল।

সাবেক এই টাইগার ক্রিকেটার মনে করেন, বাংলাদেশ দল এখন সম্পূর্ণ অন্যরকম। তিনি বলেন, টেস্টের কথাই বলি। পাকিস্তানের সঙ্গে আমরা ভীষণ দাপট দেখিয়ে সিরিজ ড্র করলাম।

দক্ষিণ আফ্রিকার অবস্থাও খারাপ করে দিয়েছি। আমাদের এই উপমহাদেশে যখন ইংল্যান্ড আসবে ফেভারিট আমরাই থাকবো। তাদের ওখানে তারা যাই করুক, আমাদের ছেলেদের যে পারফরমেন্স ও আত্মবিশ্বাস তাতে আমরাই কিন্তু আপার হ্যান্ডে।”
অন্যদিকে বাংলাদেশের বিশ্ব চ্যাম্পিয়ন হবার যোগ্যতা আছে বলে মনে করেন এই সাবেক ক্রিকেটার।

বাংলাদেশের খেলোয়াড়দের ও বাংলাদেশের ক্রিকেটের আমূল পরিবর্তনের কথাও বলেন নোবেল। তিনি বলেন, “আমারতো মনে হয় যে কোনো সময়ই বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হবে।

আমরা এমনই এক দল যারা যে কোনো ম্যাচে যে কোনো কিছু করে বসতে পারি। হেরেই চলছি এমন দিন পার হয়ে গেছে। এক বা দুটি বছর খারাপ করার পর আমরা আবার ফিরেছি। আমাদের দল সামনেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি। তথ্যসূত্র: বিডি ক্রিকটিম
১০ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে