বুধবার, ১০ আগস্ট, ২০১৬, ১১:৪১:৫১

অলিম্পিক: রিওতে সাংবাদিকদের বাসে হামলা

অলিম্পিক: রিওতে সাংবাদিকদের বাসে হামলা

স্পোর্টস ডেস্ক:  বিপত্তি যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না রিও অলিম্পিকের। প্রথম দিনই গুলির শব্দ শুনতে পাওয়া গেলেও, এবার সরাসরি সাংবাদিকদের বাস লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।

স্থানীয় সূত্রে থেকে জানা গেছে, বাসটি অলিম্পিক পার্কে বাস্কেটবল ভেনুর দিকে যাচ্ছিল। সেইসময়ই গুলি চালানো হয়। যাত্রীদের বয়ান অনুসারে, পরপর দুটি গুলি চালানো হয়েছে। একটি জানলা পুরো ভেঙে গেছে। দু’জন সামান্য আহত হয়েছেন।

বাসের মধ্যে বসে থাকা এক সাংবাদিক জানিয়েছেন, আমাদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছিল। আসরা সকলেই স্পষ্ট বন্দুকের আওয়াজ শুনতে পেয়েছিলাম।

অন্যদিকে রিও অর্গানাইজ়িং কমিটির মুখপাত্র মারিও আন্দ্রাদা জানিয়েছেন, আমরা সত্যিই এখনও নিশ্চিত নই যে, আদৌ ওটা গুলি ছোঁড়া হয়েছিল নাকি কোনও বড় পাথর। তবে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই বিষয়ে ব্রাজ়িলের পুলিশও এখনই কোনও মন্তব্য করতে চায়নি।  
১০ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে