বুধবার, ১০ আগস্ট, ২০১৬, ০২:২০:৪৮

‘অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন মাশরাফি-সাকিবরা’

‘অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন মাশরাফি-সাকিবরা’

স্পোর্টস ডেস্ক: চার মাস হলো আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফি-সাকিবরা ফিরবেন জানান দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে।

নিরাপত্তা ইস্যুতে ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে আসবে কিনা, এ নিয়ে চিন্তা না করে নিজেদের কাজ এগিয়ে রাখতে চান টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ দিন বাংলাদেশের অনুপস্থিতি ভাবাচ্ছে হেড কোচকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ছুটিতে ছিলেন হন্ডিকা হাথুরুসিংহে। ছুটির আমেজ ছিল টাইগার ক্রিকেটেও। সব ঠিক থাকলে অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে মাশরাশি-সাকিবরা। আন্তর্জাতিক ক্রিকেটের এই দীর্ঘ বিরতি ভালভাবে নিচ্ছেন না কোচ।

বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, আমরা দীর্ঘ দিন ম্যাচ খেলিনি, অবশ্যই অসুবিধা এটা। কিন্তু এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে ইংল্যান্ড সিরিজ শুরুর আগে আমরা সময় পাচ্ছি। এই সময়টাতে আমারা ভালভাবে প্রস্তুতি নিতে পারব। ইতিবাচক দিক এটিই।

লম্বা বিরতি কাটিয়ে ওঠার পরিকল্পনা হাতে নিয়েছে কোচ। শিষ্যদের নিয়ে সামনে দিনগুলোর পরিকল্পনা করে ফেলেছেন।

তিনি আরো বলেন, আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে পরিকল্পনামাফিক অনুশীলন চালিয়ে যাওয়া। প্রতিটি অনুশীলন সেশনের শেষে খেলোয়াড়দের ম্যাচ কন্ডিশনে নিয়ে কিছু ম্যাচও খেলাতে পারি। ফিটনেস অনুশীলন শেষে ২০ তারিখ থেকেই শুরু হবে দলের ব্যাটিং ও বোলিং অনুশীলন।

নিরাপত্তা ইস্যুতে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চিয়তা কাটেনি। কিন্তু হাথুরুসিংহের মনোযোগ নিজ দলকে নিয়ে।

বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে আরো বলেন, পুরো বিষয়টা ইংল্যান্ডের হাতে। আমরা কেবল নিরাপত্তার ব্যাপারে তাদের নিশ্চয়তা দিতে পারি। বাকি সিদ্ধান্তটা নেবে তারাই। আমি শুনেছি, কয়েক দিনের মধ্যেই নিরাপত্তা বিশেষজ্ঞরা এখানে আসবেন।

তাসকিন-সানির বোলিং অ্যাকশন পরীক্ষা আগামী মাসের শুরুতে করার ইচ্ছা হাথুরুসিংহের। ইতিমধ্যে বিসিবি বোলিং রিভিউ কমিটির কাছে অ্যাকশন পরীক্ষা দিয়েছেন তাসকিন, মঙ্গলবার হাথুরুসিংহের সামনে পরীক্ষা দিলেন সানি। অ্যাকশন শুধরে আবারো আগের ছন্দে ফিরবেন তারা বিশ্বাস কোচের।

১০ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে