মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬, ০৬:৫৭:০৯

ময়লার স্তুপে অলিম্পিকের সোনার মেডেল খুঁজে পেল সাত বছরের মেয়ে

ময়লার স্তুপে অলিম্পিকের সোনার মেডেল খুঁজে পেল সাত বছরের মেয়ে

স্পোর্টস ডেস্ক : অলিম্পিকের চুরি যাওয়া সোনার মেডেল ময়লার স্তুপে খুঁজে পেল বছর সাতেকের মেয়ে। ১৯৯২ সালে অলিম্পিকে পুরুষ বিভাগে ক্যানোই ডাবল স্ল্যালোমে সোনার মেডেল জিতেছিলেন জো জ্যাকোবি। কিন্তু তার সেই সোনার মেডেলটি হিরিয়ে যায়। গত জুন মাসে তার গাড়ি থেকে সেটি চুরি করে কেউ একজন।

এর কয়েক সপ্তাহ পর আটলান্টার বাসিন্দা চোলয়ে স্মিথ নামে ছোট্ট বাচ্চা মেয়েটি বাবার সঙ্গে একদিন হাঁটতে বেরিয়েছিল। একরাশ জঞ্জালের ভিতর সে দেখে কী যেন একটা চকচক করছে। কৌতুহল বশত কাছে গিয়ে সেটি দেখে কুড়িয়ে নেয় স্মিথ। পাওয়ার পর অভিভাবকদের কাছে বিষয়টি জানায়।

এরমধ্যে জ্যাকোবিও সোশ্যাল মিডিয়ায় মেডেল চুরির খবর পোস্ট করে দিয়েছেন। সে খবর ছড়িয়েও পড়েছিল। তা জানতে পেরে স্মিথের পরিবার বুঝতে পারে সেটিই জ্যাকোবির হারিয়ে যাওয়া স্বর্ণপদক। এর প্রকৃত মালিকের কাছে এটি ফিরিয়ে দেন তারা। মেডেলটি ফিরে পেয়ে খুব খুশি জ্যাকোবি।

নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এটা সত্যিই অবাক করার মতো ঘটনা। গাড়ি থেকে এটা চুরি হওয়ার পর ভাবিনি এভাবে ফিরে পাবো। জ্যাকোবির হাতে মেডেল ফিরিয়ে দেয় ছোট্ট স্মিথ। স্মিথকে অনেক ধন্যবাদ জানিয়েছেন জ্যাকোবি। স্মিথের ইচ্ছে রাখতে তার স্কুলে গিয়ে দেখা করেছেন সহপাঠীদের সঙ্গেও।
৩০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে