মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬, ০৭:৩৪:৩৫

জাহানারার প্রত্যাশা, সিরিজের সবকটি ম্যাচ জিতবে বাংলাদেশ

জাহানারার প্রত্যাশা, সিরিজের সবকটি ম্যাচ জিতবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ৪ বছর পর আবার আয়ারল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি এবং দুটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামীকাল রাতে দেশ ছাড়বেন জাহানারা বাহিনী। ২০১২ সালের একবার ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে গিয়েছিলেন বাংলার টাইগ্রেসরা।

২০১২ সালে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আইরিশদের হারিয়েছিল বাংলাদেশ। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তবে এবার অবশ্য সবকটি ম্যাচ জেতার লক্ষ্য জাহানারার। তাই টাইগ্রেস টিমের ক্যাপ্টেন জাহানারা আলমের প্রত্যাশা, সিরিজের সবকটি ম্যাচ জিতবে বাংলাদেশ।

হঠাৎ জাহানারা আলমের এমন প্রত্যয়ের কারণ কী? জাহানারা বলছেন, ‘২০১২ সালে আমরা যখন (আয়ারল্যান্ডে) খেলেছিলাম, তখন দলে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার ছিল। তাদের অভিজ্ঞতা আরও বেড়েছে। আমাদের মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে। আমরা এখন আগের চেয়ে অনেক বেশি অনুশীলন করছি। আমার বিশ্বাস বর্তমান দল অনেক বেশি ভালো করবে।

আয়ারল্যান্ডে পৌঁছে মাত্র একদিনের বিরতিতে মাঠে নামতে হবে বাংলাদেশকে। জাহানারা মনে করছেন, খুব বেশি সময় পাওয়া না গেলেও আইরিশ কন্ডিশনে মানিয়ে নেওয়া কঠিন হবে না, ‘ওখানে গিয়ে একদিন অনুশীলনের সময় পাব।

এটা খুব স্বাভাবিক, এমন হতেই পারে। ওখানে প্রচণ্ড ঠান্ডা থাকবে। এখানে তো গরমে অনুশীলন করছি। আমরা মানিয়ে নিতে পারব। এটা ঠিক, একদিন অনুশীলন করে মাঠে নামাটা যথেষ্ট নয়। তারপরও চেষ্টা করব যতটুকু সময় পাই কাজে লাগানোর।
৩০ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে