মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬, ০৮:১৭:৩৫

ফিটনেসে অসাধারন সাফল্য দেখিয়েছেন আশরাফুল

ফিটনেসে অসাধারন সাফল্য দেখিয়েছেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক: চলতি মাসের ১৩ আগস্ট তিন বছরের নিষেধাজ্ঞা শেষ করে ফিরেছেন খেলার মাঠে। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আরও দুই বছর অপেক্ষা করতে হবে। তবে ঘরোয়া ক্রিকেটে কোন নিষেধাজ্ঞা নেই।

তাই ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমান করতে সতীর্থদের সাথে ফিটনেস পরিক্ষা দিয়ে অবাক করেছেন সবাইকে। নিষেধাজ্ঞা ওঠার পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সুযোগ সুবিধা নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন ডানহাতি এই ক্ল্যাসিক ব্যাটসম্যান।

যদিও সঙ্গহীনভাবেই অনুশীলন চালিয়ে নিতে হচ্ছে তাকে। তবে সোমবার মিরপুরে এসে এইচপির ট্রেনার কোরে বকিংয়ের কাছে ফিটনেস পরীক্ষা দিয়েছেন আশরাফুল। আর ফিটনেস দিয়ে খুশির খবরই পেয়েছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান।

অস্ট্রেলিয়ান এই ট্রেনার জানিয়েছেন খেলার মধ্যে থাকা অনেক ক্রিকেটারের চেয়েও ভালো ফিটনেস আছে আশরাফুলের। সোমবার বকিংয়ের কাছে ফিটনেস পরীক্ষা দিতে গিয়ে একাডেমি মাঠ আট চক্কর দেন আশরাফুল।

যা দুই কিলোমিটারের সমান। সময় নিয়েছেন নয় মিনিট। এটা দেখে বকিং জানান ভালো অবস্থাতেই আছেন আশরাফুল। কারণ আটবার চক্কর দিতে সবচেয়ে কম সময় নেয়া মেহেদি হাসান মিরাজের সময় লাগে ছয় মিনিট।

আশরাফুলের ফিটনেসের বিষয়ে কোরে বকিং বলেন, ‘সাড়ে তিন বছর পর ও যে এমন ফিটনেস পরীক্ষা দিতে পেরেছে এটা অনেক ভালো একটা ব্যাপার। খেলার মধ্যে থাকা অনেক ক্রিকেটারের চেয়ে সে ভালো অবস্থায় আছে। এভাবে করতে পারলে ফিটনেসের দিক থেকে ও খুব দ্রুত ভালো একটা অবস্থায় চলে আসবে। সব মিলিয়ে ও ভালো অবস্থাতেই আছে।’

তবে এটা বিসিবির কোনো কার্যক্রম নয়। নিজের ফিটনেস অবস্থা দেখতে আশরাফুল নিজে থেকেই বকিংয়ের দ্বারস্থ হয়েছেন। আশরাফুলকে বললেন, ‘এটা বিসিবির কিছু ছিলো না। আমার ব্যক্তিগত কাজ এটা। দেখলাম ঠিক কোন অবস্থাতে আছি আর ফিটনেসের কি নিয়ে বেশি কাজ করতে হবে। ফিটনেস পরীক্ষা দেয়ার পর মনে হচ্ছে ভালোই হয়েছে।’

ফিটনেস পরীক্ষা দেয়ার পর বিসিবির জিমে আশরাফুলের সাথে অনেকক্ষণ আলোচনা করেন কোরে বকিং। এসময় ফিটনেসের ঠিক কি নিয়ে কাজ করতে হবে তা আশরাফুলকে বুঝিয়ে দেন এইচপিতে দায়িত্বরত অস্ট্রেলিয়ান এই কোচ। সকাল এবং বিকালে কিভাবে কোন কাজ করতে হবে সেটা আশরাফুলকে রুটিন আকারে সাজিয়ে দিয়েছেন বকিং।
৩০ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে